চলতি বছরের মার্চে টি২০ ম্যাচে ধারাবাহিকভাবে খারাপ করছিলেন বিরাট কোহলি। এ জন্য তার প্রেমিকা আনুশকা শর্মাকে সবাই দোষারোপ করতে থাকেন। আনুশকার জন্যই নাকি মাঠের পারফরম্যান্সে ভালো করছিলেন না বিরাট। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষ করে টুইটারে আনুশকাকে নিয়ে বিদ্রুপ শুরু হয়।
বিষয়টি জেনেই বিদ্রুপকারীদের জবাব দেন বিরাট কোহলি। ২৮ মার্চ টুইটারে তিনি লিখেন, যারা আনুশকাকে নিয়ে বিদ্রুপ করছে তাদের জন্য লজ্জা। আমি সবসময় তার কাছ থেকে ইতিবাচক কিছুই শিখেছি।
২০১৬ সালে ভারতীয় নাগরিকদের করা সব টুইটের মধ্যে এটাকেই সবচেয়ে প্রভাবশালী টুইট হিসেবে নির্বাচন করা হয়েছে। সেসময় টুইটটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। হাজার হাজার মানুষ বিরাটের ওই টুইটটি রিটুইট করেন। তবে 'নারীর পাশে দাঁড়ানো এবং তাকে সমর্থন করার জন্য'ই টুইটটিকে 'গোল্ডেন টুইট' আখ্যা দিয়েছে টুইটারের ভারতীয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা