পাকিস্তানের টেস্ট ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মিসবাহ উল হক। তাই দেশ-বিদেশে ক্রিকেটার মিসবাহ এক পরিচিত নাম। তবে শুধু ক্রিকেটার নয়, মহানুভবতায়ও এগিয়ে রয়েছেন এই পাকিস্তানি অধিনায়ক। তাই তো এক ভক্তের অসুস্থতার কথা শুনেই তার কাছে ছুঁটে যান তিনি। এরপর তার চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।
তবে শুধু আশ্বাস নয়, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৩ লাখ রুপির অর্ধেক তিনি নগদ দিয়েছেন। বাকি অর্থ তোলা হবে মিসবাহরই ব্যবহৃত ব্যাট, ক্যাপ, জার্সিসহ নানা খেলোয়াড়ি সরঞ্জাম নিলামে তুলে।
পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, ২০১৫ সালে মিসবাহর পরামর্শদাতা তাহির শাহের মাধ্যমে রোহান নামের ওই ১৬ বছরের কিশোরের অসুস্থতার খবর শুনতে পান। এরপরই তিনি তার কাছে ছুটে যান। হৃদযন্ত্রের ফুটো নিয়ে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা রোহানকে তখন তিনি কথা দিয়েছিলেন চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের। কথা রেখেছেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব