ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
তবে তার মনোনয়ের জন্য বিসিসিআই'র অনুমোদন প্রয়োজন। ৫৩ বছর বয়সী আজহার ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি প্রেসিডেন্ট পদে লড়ব। বেশ কয়েকদিন ধরে এই চিন্তা আমার মাথায় ঘুরছে। এখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। লড়তে হয় তো প্রেসিডেন্ট পদের জন্যই লড়ব।
২০০০ সালে আজহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। ২০০৬ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে তাতে থেমে থাকেনি আজহারের জীবন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। গত বছর ‘আজহার’ সিনেমার মাধ্যমে আবার তিনি চর্চায় আসেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        