দল শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে শক্তি-সামর্থ্যে সবচেয়ে পিছিয়ে থাকা দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেয়ায় এবারের বিপিএলের ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন মাহমুদউল্লাহ।
খুলনা টাইটানস অধিনায়ককে দিয়ে বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার আবার ফিরল বাংলাদেশে। প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। গত আসরে সেরা ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার আসহার জাইদি। ফের সেই পুরস্কার বাংলাদেশে ফিরে আসলো।
এবারের আসরে ব্যাট হাতে মাহমুদউল্লার রান টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ১৪ ইনিংসে ৩৩ গড়ে ৩৯৬ রান, স্ট্রাইক রেট ১১৮.২০। বল হাতে উইকেট ১০টি। তবে তবে শুধু রান আর উইকেট সংখ্যায় বাধা যাবে না মাহমুদউল্লাহকে। তারকাশূণ্য দল নিয়ে এগিয়ে গেছেন সামনের দিকে। জায়গা করে নিয়েছিলেন শেষ চারে। দলের বিপর্যয় মুহূর্তে রানগুলির বেশিরভাগই করতে হয়েছে মাহমুদউল্লাহকে। ম্যাচের পর ম্যাচ প্রায় একা টেনেছেন দলকে। শেষ ওভারে অসাধারণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দলকে জিতিয়েছেন দু'টি ম্যাচ। কখনও দলকে এনে দিয়েছেন প্রয়োজনীয় ব্রেক থ্রু।
গত বিপিএলেও মাঝারি মানের বরিশাল বুলসকে ফাইনালে তুলে দারুণ আলোচিত হয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এবারও প্রায় আনকোরা একটি দলকে শেষ চারে তুলে এনেছেন অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে।
টুর্নামেন্ট সেরা মাহমুদউল্লাহর জোর প্রতিদ্বন্দ্বী ছিলেন চিটাগং ভাইকিংসের আফগন অলরাউন্ডার মোহাম্মদ নবি। ১০ ইনিংসে ৩২.৮৫ গড়ে ২৩০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৭৪.২৫। বল হাতে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ১৯ উইকেট। ছিল ম্যাচ জেতানো কিছু পারফরম্যান্সও।
লড়াইয়ে ছিলেন ডোয়াইন ব্রাভো, তামিম ইকবালরাও। ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভো নিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২১ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৭৬ রান করেছেন তামিম ইকবাল।
তবে ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান আর দুর্দান্ত নেতৃত্ব, সব কিছু মিলিয়ে সবাইকে ছাপিয়ে গেছেন মাহমুদউল্লাহ
বিডি-প্রতিদিন/এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        