নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০০ রানের মধ্যে প্রথম সারির ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। একে একে ফিরে গেছেন তামিম ইকবাল (০৮), সৌম্য সরকার (৩৬) সাকিব আল হাসান (০৮), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৮) ও সাব্বির রহমান (০০)। চা বিরতিতে যাওয়া আগে টাইগারদের সংগ্রহ ১০০ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন অভিষিক্ত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
এর আগে, ৭ উইকেট আর ২৬০ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অল আউট হয় ৩৫৪ রানে। তাতে স্বাগতিকরা লিড পায় ৬৫ রানের। হেনরি নিকোলস করেন সর্বোচ্চ ৯৮ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ৪, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট নেন।
এর আগে, সৌম্য সরকার ও সাকিবের অর্ধশতকের ওপর ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৮৯ রান সংগ্রহ করে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব