নাসরিন সুলতানার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এদিকে সানির সঙ্গে বিয়ের যে কাবিননামা দেখিয়ে নাসরিন যৌতুক আইনে মামলা করেছেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।
কারণ কাবিননামায় উল্লেখিত কাজী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কাবিননামায় তার অফিসের ঠিকানা হিসেবে দেয়া আছে- ২০/বি, মেরাদিয়া, থানা: খিলগাঁও, জেলা: ঢাকা। কিন্তু আনোয়ার হোসেনের অফিস খিলগাঁও হলেও এই ঠিকানায় নয়।
অনুসন্ধানে দেখে গেছে যে, উল্লেখিত ঠিকানায় কোনো কাজী অফিস সেখানে নেই। এই ঠিকানায় কখনই কোনো কাজী অফিস ছিল না। কাবিননামায় থাকা স্বাক্ষর ও সীলমোহর তার নয় বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেনের এই তথ্যের পর পরই ওপর আরাফাত সানি ও নাসরিনের কাবিননামার সত্যতা নিয়ে সর্ব মহলে প্রশ্ন ওঠতে শুরু হয়েছে। কাজি আনোয়ার হোসেনের তথ্যের ওপর ভিত্তি করে কাবিননামার সত্যতা যাচাই করতে মাঠে নেমেছে পুলিশ।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা