ট্রেনিং সেশনে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ অস্ট্রেলীয় পেসার জো মেনি। রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে অনুশীলনের সময় বল করছিলেন জো মেনি। অপর প্রান্তে ব্যাটিং করছিলেন মাইকেল লাম্ব।
মেনির বলটা বেশ জোরের ওপরই মেরেছিলেন লাম্ব। গিয়ে মাথায় আঘাত পান মেনি। এর পর মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
অস্ট্রেলিয়া দলের প্রধান চিকিৎসক ড. জন অর্চাড এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্চাড বলেন, “এ ঘটনার পরেই তাকে ব্রিজবেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর সেদিন সন্ধ্যায়ই তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।”
অসি দলের এই চিকিৎসক আরো বলেন, “আঘাতটা বড় হলেও এখন বেশ ভালো অনুভব করছেন জো মেনি। একজন নিউরোসার্জনের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। আশা করছি, তার ইনজুরিটা খুব একটা বড় নয়, আর অস্ত্রোপচারও যেন না করতে হয়।”
বিডি-প্রতিদিন/এস আহমেদ