অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্প ও নিউজিল্যান্ড সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চের স্থানীয় সময় সকাল নয়টায় দেশের উদ্দেশে রওনা দেবেন সাকিব-তামিমরা। অকল্যান্ড ও সিঙ্গাপুর হয়ে দেশে পৌঁছানোর কথা আজ রাত ১০টা ৪০ মিনিটে।
এদিকে নিউজিল্যান্ডে লম্বা সময় কাটানোর পর দেশে ফিরেও মোটেই বিশ্রাম মিলবে না ক্রিকেটদের। আগামী ২ ফেব্রুয়ারী ভারত যাত্রা। একই মাসের ৯ তারিখ থেকে হায়দারাবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শুরু। তার আগে ৩০ জানুয়ারী সব ক্রিকটারকে অনুশীলনে ডাকা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল