দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সী উপল থারাঙ্গা। এর আগেও শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
আসন্ন এই সিরিজে ইনজুরিগ্রস্থ অ্যাঞ্জেলো ম্যাথুসের স্থানে দলের নেতৃত্ব দিবেন থারাঙ্গা। ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০তে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ম্যাথুস। ইনিংসের ১৯তম ওভারে ফিল্ডিংয়ের সময় এই অল রাউন্ডার ইনজুরিতে পড়েন। ম্যাচটিতে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৪ রান।
এদিকে ইনজুরির কারণে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আরও খেলতে পারছেন না নুয়ান প্রদীপ ও ধানুশকা গুনাথিলাকা। সেঞ্চুরিয়ানে প্রথম টি-২০তে প্রদীপ ডান হাতে আঘাত পান। অন্যদিকে গুনাথিলাকা পিঠের ইনজুরিতে ভুগছেন। দলে নতুন করে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সানডান ভিরাকোডি, ২৪ বছর বয়সী পেসার লাহিরু মাধুশানকা ও অল-রাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভা। এদের মধ্যে চতুরাঙ্গা ৬টি ওয়ানডে ম্যাচ খেললেও ভিরাকোডি ও মাধুশাঙ্কার এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম