২০১৫ সালেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা, একই সঙ্গে বিদায় জানান বিগ ব্যাশ ছাড়া বাকি ঘরোয়া টুর্নামেন্ট থেকেও। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টিকে বিদায় জানালেন ৩৯ বছর বসয়ী এই এই অজি ক্রিকেটার।
গত দুই মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন হাসি। ২০১৫-১৬ মৌসুমে তার অধীনে দলটি ফাইনালে খেলেছিল। কিন্তু সিডনি থান্ডারের কাছে হেরে যাওয়ায় শিরোপা স্বপ্ন ভেঙে যায় তাদের। আর এবার সেমিফাইনালে পার্থ স্কোরচার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল। এরপর টুইটারে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানান এই হার্ডহিটার ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব