একসময় ভারতের হয়ে ২২ গজে রাজত্ব করেছেন বীরেন্দ্র শেহবাগ। বিপক্ষ বোলারদের কাছে ছিলেন ত্রাস। টেস্ট হোক, এক দিনের ক্রিকেট বা টি ২০–সব ঘরানার ক্রিকেটেই তিনি ছিলেন সমান আক্রমণাত্মক। তার দুই ছেলেরও ক্রিকেটের প্রতি রয়েছে দারুণ আগ্রহ। বিশেষ করে ছেলে আর্যবীর। ভারতীয় গণমাধ্যমে খবর, তারকা বাবা নয়, তার বড় ছেলে মহেদ্র সিং ধোনির দারুণ ভক্ত!
টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শেহবাগ। যেখানে দেখা যাচ্ছে ধোনি পুল শট মারছেন, আর তা দেখেই একটি ছবি আঁকেছেন বীরুর ছেলে। এরপরই শেহবাগ টুইটে লিখেছেন, ‘ছবিটি এঁকেছে আমার বড় ছেলে আর্যবীর। ও ধোনির বড় ভক্ত। আক্রমণাত্মক ধোনিকে ভীষণ পছন্দ তার।’
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব