ইংলিশ লিগ কাপে সাউদাম্পটনের কাছে দ্বিতীয় লেগেও ১-০ গোলে হেরে আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে লিভারপুল। প্রথম লেগেও সমান ব্যবধানে হারায় দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ২-০ গোলে পরাজয় মেনে নিল ইয়র্গান ক্লপের শিষ্যরা।
বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করলেও শেষ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা লিভারপুল। তাই প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল। পাশপাশি সফরকারীরাও নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে ম্যাচে ইনজুরি সময়ই সাউদাম্পটন সফলতা পায়। ৯১ মিনিটে জোসুয়া সিমসের সহায়তায় শেন লং লিড পাইয়ে দেন দলটিকে।
এই গোল খেয়ে ম্যাচের আর ফিরতে পারেনি লিভারপুল। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে ক্লপ শিষ্যরা।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম