তিনি একেবারেই অন্যরকম একজন মানুষ। মাঠ হোক কিংবা মাঠের বাইরে, নিজেকে আলাদা করে চিনিয়েছেন। রাহুল দ্রাবিড় সেই চরিত্র বজায় রেখেই এক অনন্য নজির তৈরি করলেন।
সম্প্রতি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় তাদের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে রাহুল দ্রাবিড়কে ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল। সব ঠিকও হয়ে গিয়েছিল। চিঠিও চলে গিয়েছিল দ্রাবিড়ের কাছে। কথা ছিল শুক্রবার (২৭ জানুয়ারি) সম্মান নিতে হাজির হবেন তিনি। কিন্তু মিস্টার ডিপেল্ডেবল ভেবেছিলেন অন্য ভাবনা।
দ্রাবিড় চিঠি পাওয়ার পরেই বুধবার (২৫ জানুয়ারি) সরাসরি পাল্টা চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছেন, 'ডক্টরেট হওয়ার জন্য এখনও তিনি যোগ্য হয়ে উঠতে পারেননি। কোনো একদিন যদি পড়াশোনা করে, গবেষণা করে সেই যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলেই ডক্টরেট উপাধি নেবেন তিনি। আর সেই গবেষণা তিনি করতে চানও। খেলারই কোনও বিষয় নিয়ে গবেষণা, চর্চা করে নিজেরে ডক্টরেট উপাধির জন্য যোগ্য করে তুলতে চান তিনি।'
সারাবিশ্বেই নানা মাধ্যমের কৃতিদের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয় নানা সময়ে। বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠানের সময় সম্মানিত হন সেই কৃতিরা। তবে দ্রাবিড়ের মত প্রথম সারির ক্রীড়া ব্যক্তিত্বের হাতে পুরস্কার দিতে গিয়ে এমন আশ্চর্য এর আগে কোনো প্রতিষ্ঠানকেই হতে হয়নি। নিজে লড়াই করে খেলার মাঠে সম্মান আদায় করেছেন সব সময়, এখনও সেই জেদ যায়নি। কুড়িয়ে পাওয়া উপহারে তাই রুচি নেই দ্রাবিড়ের।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম