স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আইনুল হক আর নেই। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ে সোমবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।
১৯৬৩ সালে বাংলাদেশ পুলিশ দল দিয়ে ঢাকার ফুটবলে পা রাখেন আইনুল হক। ১৯৬৮ থেকে ১৯৭৬ পর্যন্ত খেলেছেন ঢাকা মোহামেডানে। দলটির অধিনায়কও ছিলেন তিনি।
আইনুল হক স্বাধীন বাংলা ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন এবং তিনটি খেলায় দলপতির দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি মোহামেডান ফুটবল দলে ডিফেন্ডার হিসেবে দর্শকদের নজর কাড়েন। তার মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন