পিএসজি'র কোচ উনাই এমেরি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ড্র হওয়ার পর প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে পেয়ে একটুও উদ্বিগ্ন নন। তিনি জানালেন, আমাদের সামনে বিরাট সুযোগ এসেছে। রিয়ালের বিরুদ্ধে লড়াইটা জমবে।
উনাই এমেরির কথায়, ‘ড্র খারাপ হয়েছে, কেন বলব? আমরা এখন যে জায়গায় আছি, তাতে রিয়ালের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা আছে। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত কিছুর প্রত্যাশা রাখলে, সেরা দলের বিরুদ্ধে তো লড়তেই হবে। আমি নিশ্চিত, এই ম্যাচটার দিকে গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে।’
রিয়েলকে নিয়ে একটুও চিন্তিত নন কিনা এমন প্রশ্নের জবাবে এমেরি বলেছেন, ‘মাদ্রিদে আমার অনেক বন্ধু আছে। রিয়াল দলটাকেও আমি খুব ভাল চিনি। কারণ ওদের প্রচুর ম্যাচ দেখেছি। মাদ্রিদের পরিস্থিতি, পরিবেশ কেমন সে সম্পর্কেও ধারনা আছে। তাই বলছি, এটা আমাদের সামনে বড় সুযোগ। নিশ্চিত, আমার দল সেই ম্যাচে তৈরি হয়েই নামবে।’
পিএসজি'র বড় তারকা নেইমার জানিয়েছেন, ‘শনিবার নেইমার আমাকে ফোন করেছিল। তার পারিবারিক কিছু সমস্যা হয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য তার বাড়িতে যাওয়া দরকার। তাই আমরা কোনও বাঁধা দিইনি। ওকে অনুমতি দিয়েছি বাড়ি যাওয়ার। সে আগামী তিন-চারদিনের মধ্যেই ফিরবে। তবে এখনই জোর দিয়ে বলতে পারব না, বুধবারের ম্যাচে ওকে আমরা পাব কি না।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর