জার্সি নম্বর বললেই নির্দিষ্ট খেলোয়াড়ের নাম ভেসে ওঠে সবার সামনে। জনপ্রিয় খেলোয়াড়রা তাদের জার্সি নম্বরটিকেই ব্র্যান্ড বানিয়ে ফেলেন। যেমনটা '২'কেই ব্র্যান্ড করেছিলেন মাশরাফি বিন মুর্তজা।
এবারের বিপিএলে বদলে যায় তার জার্সি নম্বর।রংপুর রাইডার্সের হয়ে '০' নম্বর জার্সি গায়ে মাঠে নেমে সবাইকে চমকে দেন তিনি। জার্সি চমকের পর একের পর একে চমক দিয়ে গেছেন মাশরাফি। বিপিএল শেষ। তিনি চ্যাম্পিয়ন দল রংপুরের সফল অধিনায়ক। তার '০' নম্বর জার্সিও সফল।
তাহলে সামনে কোন নম্বরের জার্সিতে দেখা যাবে মাশরাফিকে। '০' না আগের '২'? উত্তরটা মাশরাফিও জানেন না। তিনি বলেন, দুই জার্সিতেই সাফল্য এসেছে। বুঝতেছি না '০' না '২', কোনটা বেছে নিব।'
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা