ইংলিশ প্রিমিয়ার লিগে হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে পেপ গার্দিওলার দলটি। পাশাপাশি ম্যানসিটি স্পর্শ করেছে অসাধারণ এক মাইলফলক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম দল হিসেবে সব ধরনের প্রতিযোগিতায় একশ গোলের দেখা পেয়েছে দলটি।
দ্য জন স্মিথ স্টেডিয়ামে রবিবার ম্যানসিটিকে স্বাগত জানায় হাডার্সফিল্ড টাউন। ম্যাচের ১৮ মিনিটে দানিলোর জোরালো শট হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান ক্রিস্টোফার শিন্ডলার। এর মধ্য দিয়ে এ মৌসুমে শততম গোলটি পেয়ে যায় সিটি। সব প্রতিযোগিতায় মাত্র ৩৫ ম্যাচে এই মাইলফলকে পৌঁছে তারা।
বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে লেরয় সানের চমৎকার ক্রসে রহিম স্টার্লিংয়ের হেডে ব্যবধান দ্বিগুন হয় সিটির। তার দুই মিনিট পর হাডার্সফিল্ডের জালে শেষবারের মতো বল পাঠান সানে।
এ জয়ের পর ম্যানসিটি ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ