আন্দিলে ফেলুকওয়ায়োর অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। তার ক্যারিয়ার সেরা ব্যাটিং ও বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা। ফলে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থাকা প্রোটিয়ারা ৫ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরলো।
মঙ্গলবার ডারবানে দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে ৪৫.৫ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান আলী। ৪৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ঝড়ো ইনিংস সাজান তিনি। ৪১ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ফেলুকওয়ায়ো ৪ উইকেট নেন ২২ রানে।
রান তাড়ায় ৮০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা জয়ের ঠিকানায় পৌঁছে যায় ফন ডার ডাসেন ও ফেলুকওয়ায়োর অবিচ্ছিন্ন জুটিতে। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৬৯ রানে অপরাজিত থাকেন ফেলুকওয়ায়ো। অভিষেক ওয়ানডেতে ৯৩ রানে আউট হওয়ার পর ফন ডার ডাসেন দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে যান ৮০ রানে। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন শাহিন শাহ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম