Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০১৯ ০৯:১০

প্রোটিয়া ওয়ানডে দলে ফিরছেন স্টেইন-ডি কক

অনলাইন ডেস্ক

প্রোটিয়া ওয়ানডে দলে ফিরছেন স্টেইন-ডি কক
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ফিরছেন পেসার ডেল স্টেইন ও ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। সেই সাথে  স্কোয়াডে নতুন মুখ বিউরান হেনড্রিকস। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিনটির জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপকে সামনে রেখে ব্যাক-আপ পেসার হিসেবে হেনড্রিকসকে গড়ে তুলছে প্রোটিয়ারা। অভিষেকের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার হয়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই বা-হাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি বেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। ১৭.১৬ গড়ে নিয়েছেন ১২টি উইকেট।

পর পর তিনটি টেস্ট খেলার কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে বিশ্রাম দেওয়া হয়েছিল ডি কক ও স্টেইনকে। তবে শেষ তিন ওয়ানডে থেকে বাদ পড়েছেন দুয়ান্নে অলিভিয়ের, ডেন প্যাটারসন ও হেইনরিচ ক্লাসেন।

শেষ তিন ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
ফাপ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, বিউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ে, প্রিটোরিয়াস, কাগিসু রাবাদা, তাবারেজ শামসি, ডেল স্টেইন ও রাসি ফন ডের ডুসেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য