আদিল রাশিদ-ইংল্যান্ডের এই উইকেটরক্ষক এখন যে মানের উইকেটকিপিং করছেন তাতে মুগ্ধ সকলেই। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড সিরিজে দারুণ মানের কিপিং করেছেন তিনি। রবিবার সরফরাজ আহমেদকে যেভাবে রানআউট করলেন তাতে কুর্নিশ করছেন সকলে।
এর আগেও অবশ্য এভাবে আউট করেছেন তিনি। উইকেটের দিকে পিছন করে দাঁড়িয়ে থেকে না দেখেই স্ট্যাম্প ভেঙে দেয়ার দক্ষতা তিনি আগেই দেখিয়েছেন। এবার তিনি আবারও সেই ক্ষমতার প্রদর্শন করলেন।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৯/আরাফাত