স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় মুশফিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছিল ভারত।
ব্যক্তিগত ৬ রানে আবু জায়েদ রাহীর বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন রোহিত। এরপর দ্বিতীয় দিনের বাংলাদেশের ভালো হত যদি ক্যাচ মিস না হত। তবে ভালো বোলিং করেন রাহী।
রাহীর বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে ৫৪ রান করে ফিরেন পূজারা। অন্যদিকে কোহলি রানের খাতা খুলতেই পারেননি। রাহীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন তিনি। এরপর ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে দলকে এগিয়ে নিতে থাকেন রাহানে।
সেই জুটিতেও আঘাত হানেন রাহী। ব্যক্তিগত ৮৬ রানে তাইজুলের হাতে ধরা পড়ে রাহীর চতুর্থ শিকার হন রাহানে। অন্যদিকে ডাবল সেঞ্চুরি হাঁকান আগারওয়াল। ৩০৩ বলে ২৫ চার ও ৫ ছয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৪ রান। এরইমধ্যে বাংলাদেশ দলকে ২৮৫ রানের লিড দিয়েছে স্বাগতিকরা। বড় সংগ্রহের আভাস দিচ্ছে ভারত।
বিডি প্রতিদিন/আরাফাত