ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের ২১তম আসরের শেষ রাউন্ডে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক বরিশাল। ৪ দিনের ম্যাচের দ্বিতীয় দিন আজ রবিবার মধ্যাহ্ন বিরতির আগেই সব কটি উইকেট হারিয়ে ৪১৪ রান করে বরিশাল। দলের পক্ষে অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বী ১৪১, মঈন খান ৭৫ ও সালমান হোসাইন ৭২ রান করেন।
প্রতিপক্ষের বোলার তাসকিন আহম্মেদ ২৩ ওভার ২ বলে ৬৭ রান দিয়ে ৪ উইকেট এবং আসিফ হাসান ৩টি, আরাফাত সানি ২টি এবং আল-আমিন একটি উইকেট শিকার করেন।
জবাবে প্রথম ইনিংস খেলতে নেমে চা বিরতীর আগ পর্যন্ত ৩১ ওভারে ২ উইকেট হারিয় ৯০ রান করে ঢাকা মেট্রোপলিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রোর শামসুর রহমান ৪০ ও মার্শাল আইউব ৫ রানে ব্যাটিং করছিলেন। এর আগে ঢাকা মেট্রো আজমীর আহমেদ ১৬ ও রাকিন আহমেদ ২৩ রানে আউট হন। বরিশালের বোলার লিংকন ১টি এবং সোহাগ গাজী ১ ইউকেট শিকার করেন।
এর আগে প্রথম দিনের ৬ উইকেটে ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে আগের দিনের ৬৯ রানের সাথে ৩ রান যোগ করে ব্যক্তিগত ৭১ রানে সালমান হোসাইন আউট হন। ৪১৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বরিশাল।
বিডি প্রতিদিন/হিমেল