১৮ নভেম্বর, ২০১৯ ১৩:০৪

ভারতের বিপক্ষে টেস্ট হেরেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি রাহি-মুশফিকের

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে টেস্ট হেরেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি রাহি-মুশফিকের

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিতে চমক দেখিয়েছিল টাইগাররা। শেষ ম্যাচেও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। কিন্তু টেস্টে উল্টো চিত্র। ইন্দোরের ব্যাটিং স্বর্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি! অথচ ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে। বোলিংয়েও একই চিত্র। বাংলাদেশের বোলাররা বাইশগজে প্রতিরোধই গড়তে পারেনি, আর ভারতের বোলারদের তান্ডবে নাভিশ্বাস উঠে টাইগার ব্যাটসম্যানদের।

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫০, দ্বিতীয় ইনিংসে টেনেটুনে ২১৩ রান! ভারত জিতে যায় ইনিংস ও ১৩০ রানে। মাত্র তিন দিনেই শেষ হয়ে যায় ইন্দোর টেস্ট।

তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারলেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের। সবচেয়ে বেশি এগিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬২ নম্বরে।

মায়াঙ্ক আগারওয়াল-পূজারা-রাহানেদের ব্যাটিং তোপের সামনে টাইগার বোলাররা খুব একটা সুবিধা করতে না পারলেও চার উইকেট শিকার করেছেন রাহি। তাছাড়া, পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টে দুই ইনিংসে ৪৩ ও ৬৪ রান করায় মুশির র‌্যাঙ্কিংয়ে পড়েছে সেই প্রভাব।

আর, দুই ইনিংসে ২১ আর ৩৫ রান করা লিটন কুমার দাসেরও হয়েছে উন্নতি। উঠে এসেছেন ৮৬ নম্বরে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর