কেপ টাউনে আগামী মার্চে বসবে অনূর্ধ্ব-৫০ বিশ্বকাপ। ১১ মার্চ শুরু হয়ে আসরটির পর্দা নামবে ২৪ মার্চ। আসন্ন এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে ৫৩ বছর বয়সী সাবেক প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডকে।
নিজেদের মাটিতেই এই বিশ্বকাপে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। যেখানে অংশ নেবে ১২টি দেশ। প্রথমবারের মতো বসতে চলা এই আসরে নেই বাংলাদেশ। অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, কানাডা, নাবিবিয়া, ওয়েলস এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক দলের কোচ হিসেবে কাজ করবেন ডোনাল্ড। এই ব্যাপারে তিনি জানালেন, ‘আমি বিশ্বাস করি এমন ব্যতিক্রমী এক বিশ্বকাপে দর্শক হবে। ‘বুড়োদের বিশ্বকাপ’ আপনারা উপভোগ করবেন। যারা এক সময় দেশকে প্রতিনিধিত্ব করেছে তারা আবারও সেই সুযোগ পাচ্ছেন। অনূর্ধ্ব-৫০ বিশ্বকাপ ক্রিকেটে ফিটনেস নিয়ে আমাদের কাজ করতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ