টেস্ট ক্রিকেটের সিংহাসন এখন বিরাট কোহলির দখলে। ব্যাটসম্যানদের যে টেস্ট র্যাঙ্কিং বুধবার প্রকাশ করেছে আইসিসি তাতে দেখা যাচ্ছে স্টিভ স্মিথকে সরিয়ে তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক।
এক দিকে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিনরাতের টেস্টে কোহলির সেঞ্চুরি, অন্যদিকে পাকিস্তান সিরিজে স্মিথের ব্যর্থতা— এই দুই মিলে স্থানচ্যুত হলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। কোহলির যেখানে ৯২৮ পয়েন্ট, স্মিথ সেখানে ৯২৩ পয়েন্টে আটকে যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ