মৌসুমের শুরুতে পথ হারানো টটেনহ্যাম হোসে মরিনহোর অধীনে এসেই টানা তৃতীয় জয়ে উড়তে শুরু করেছিল। কিন্তু মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলে সেই দলকেই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।
ম্যাচের ৬ মিনিটের মাথায় ম্যানইউকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে অতিথিরা। ৩৯ মিনিটের মাথায় টটেনহ্যামের পক্ষে একমাত্র গোলটি করেন দেলে আলী। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো ম্যানইউকে এগিয়ে দেন রাশফোর্ড। এবার আর ফেরা হয়নি টটেনহ্যামের। ঘরের মাঠে পুরো তিন পয়েন্টই আদায় করে নিয়েছে সুলশারের দল।
এতে ১৫ ম্যাচে ৫ জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ম্যানইউ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম