কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে এবার কোপা আমেরিকা আয়োজন করবে। ১২ জুন চিলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা-২০২০’র অভিযান শুরু করবে।
এবারের আসরে গ্রুপিং এর ক্ষেত্রে ভৌগোলিক দিক প্রাধান্য দেওয়ার কথা আগেই জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা (কনমেবল)। ফলে আগে থেকেই ধারণা করা গিয়েছিল কে কোন গ্রুপে থাকবে!
এবারের ড্র অনুযায়ী এ গ্রুপে রয়েছে ব্রাজিল। বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার এ গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, পেরু ও কাতার। বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে ও অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ