৫ ডিসেম্বর, ২০১৯ ১১:২৫

তলানি থেকে বাংলাদেশের ফাইনালে উঠার সমীকরণ

অনলাইন ডেস্ক

তলানি থেকে বাংলাদেশের ফাইনালে উঠার সমীকরণ

সাউথ এশিয়ান গেমস ফুটবলে ১ পয়েন্ট নিয়ে ৫ দেশের মধ্যে পয়েন্ট তালিকায় সবার নিচে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে শ্রীলংকা ও নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের। বাকিটা নির্ভর করতে হবে ভাগ্যের ওপর।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নেপালের পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভুটানের ম্যাচ বাকি শ্রীলংকা ও মালদ্বীপের বিরুদ্ধে। তারা দুই ম্যাচ জিতলে ৯ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। তখন বাংলাদেশ ও নেপালের মধ্যে গোলগড় কিংবা হেড টু হেডে এগিয়ে থাকা দলটি প্রতিপক্ষ হবে ভুটানের।

ভুটান ও বাংলাদেশকে হারাতে পারলে শ্রীলংকাও পেয়ে যাবে ফাইনালের টিকিট। শ্রীলঙ্কার সঙ্গে আজ বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের টিকে থাকার ম্যাচটি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর