৬ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫৬

৪২ বছর পর এমন দুর্দশায় আর্সেনাল

অনলাইন ডেস্ক

৪২ বছর পর এমন দুর্দশায় আর্সেনাল

উনাই এমেরিকে বরখাস্ত করে আর্সেনালের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রেডি ইউনবার্গকে। কিন্তু দলটির সাবেক এই মিডফিল্ডারের অধীনেও ‘গানার’দের দুর্দশা যেন কাটছেই না।

প্রিমিয়ার লিগে ইউনবার্গের প্রথম হোম ম্যাচে বৃহস্পতিবার ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। প্রথমবারের মতো এমিরেটস স্টেডিয়ামে ‘গানার’দের হারাল ব্রাইটন।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ৯ ম্যাচে জয়হীন থাকল আর্সেনাল। ১৯৭৭ সালের মার্চের পর যা তাদের সবচেয়ে দীর্ঘ জয়হীন যাত্রা।

৪২ বছর আগে তারা জয়হীন ছিল টানা ১০ ম্যাচে। পরের ম্যাচও জিততে না পারলে নিজেদের বিব্রতকর সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে ‘গানার’রা।

গত ২৪ অক্টোবর ইউরোপা লিগে ঘরের মাঠে গুইমারেসকে ৩-২ গোলে হারানোর পর যেকোনো প্রতিযোগিতায় আর জয়ের মুখ দেখেনি তারা।

ব্রাইটনের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। গোল করে অতিথিদের এগিয়ে দেন অ্যাডাম ওয়েবস্টার।

বিরতির পর ৫০ মিনিটে অ্যালেক্সান্ডার লাকাজেত্তির হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর আর্সেনালের ডেভিড লুইজের একটি গোল ভিএআরে বাতিল হয়ে যায় অফ সাইডের কারণে।

আর নির্ধারিত সময়ের দশ মিনিট বাকি থাকতে ব্রাইটনের মাউপের গোলে চলতি মৌসুমে আরেকটি পরাজয় নিশ্চিত হয়ে যায় ‘গানার’দের।

এই হারে ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দশম স্থানে আছে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর