চোট-আঘাতের অভিশাপ কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পায়ের পেশিতে চোট পান রোহিত। সোমবার জানিয়ে দেওয়া হল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট সিরিজে থাকছেন না এই ওপেনার।
এ দিন ভারতীয় বোর্ডের এক কর্তাকর্তা ভারতের সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘রোহিত নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছে। ওর চোটের অবস্থা খুব একটা ভাল লাগছে না। রোহিতের চোট পরীক্ষা করে দেখছে ফিজিও। তবে নিউজিল্যান্ড সফরে আর রোহিতকে পাওয়া যাবে না।’’
রবিবার ৬০ রান করার পথে পায়ের পেশিতে চোট পান রোহিত। তার পরে মাঠ ছেড়ে উঠে যান। আর নামতে পারেননি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ