ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ওয়ানডে সিরিজে রানে ছিলেন এভিন লুইস। ব্যাট হাতে ভালো করেছেন মিডল অর্ডারে খেলা শিমরন হেটমায়ার। তবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কা সফরের দলে নেই এ দুই ব্যাটসম্যানের কেউই। আসন্ন লঙ্কান সফর উপলক্ষে আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। এছাড়াও ডানহাতি অলরাউন্ডার রোভমান পাওয়েল ও বাঁহাতি স্পিনার ফ্যাবিয়েন অ্যালেনকে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যালেন সর্বশেষ ভারত সিরিজে খেলার সময় চোটে আক্রান্ত হন।
এদিকে লুইস ও হেটমায়ার এর বাদ পড়ার কারণ ছিল ফিটনেস ইস্যু। ফিটনেস পরীক্ষায় যে মার্কস পেতে হতো, সেটি পেতে ব্যর্থ হযেছেন এ দুই ক্রিকেটার। এ নিয়ে ক্যারিবিয়ান প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘লুইস আমাদের দলের সেরা ব্যাটসম্যান। তবে ফিটনেস টেস্টে সে সফল হতে পারেনি। একই কারণে বাদ পড়েছেন হেটমায়ার।’
শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। প্রথম ওয়ানডে শুরু হবে ২২ ফেব্রুয়ারি কলম্বোতে। এরপরে ২৬ ফেব্রুয়ারি হাম্বানটোটায় হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হবে ক্যান্ডিতে। সিরিজে দুটি প্রস্তুতিমূলক ম্যাচও থাকবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, সুনীল এমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেপ, ব্রেন্ডন কিং, কেমো পাল, নিকোলাস পুরান, রোভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, হেইডন ওয়ালশ জু্নিয়র।
বিডি প্রতিদিন/কালাম