পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে পাচ্ছেন সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, ইমরানের মতো কোহলিও দলের মধ্যে নিজেদের প্রতি বিশ্বাস আমদানি করেছেন।
মাঞ্জরেকার বলছেন, ইমরানের নেতৃত্বে পাকিস্তান অনেক সময়েই হেরে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াত। বিরাট কোহলির ভারতের মধ্যেও সেই ক্ষমতা চোখে পড়েছে তাঁর। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ ৫-০ জেতার পর মঞ্জরেকর টুইট করেছেন, “নিজেদের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে বিরাটরা মনে করাল ইমরানের পাকিস্তানকে। সেই সময় পাকিস্তান হারা ম্যাচেও জেতার রাস্তা পেয়ে যেত। একমাত্র জোরালো আত্মবিশ্বাস থাকলেই তা সম্ভব।”
কিউইদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে ভারতও বেশ কয়েক বার নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হয়েছিল। কিন্তু হার মানেননি ক্রিকেটাররা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ