গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সাহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় গফুর প্যাদা স্মৃতি সংসদ ও পল্লী সঞ্চয় ব্যাংক অংশগ্রহণ করে। এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম