বাস্কেটবলের কিংবদন্তি কোবে ব্রায়ান্টের অকাল প্রয়াণে ভারত অধিনায়ক বিরাট কোহলির উপলব্ধি, জীবন বড় অনিশ্চত। হেলিকপ্টার দুর্ঘটনায় কোবে ব্রায়ান্টের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ক্রীড়াবিশ্বকে। বিশ্বের প্রথম সারির ক্রীড়াব্যক্তিত্বরা ব্রায়ান্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পিছিয়ে থাকেননি কোহলিও।
হ্যামিল্টনের সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, কোবে ব্রায়ান্টের এভাবে মৃত্যুতে হতবাক সবাই। এনবিএ ম্যাচ দেখে বড় হয়েছি। দেখেছি ব্রায়ান্ট কোর্টে কী করতেন। যাকে দেকে আপনি বেড়ে উঠেছেন, এভাবে মারা গেলে সবকিছুর প্রেক্ষিতটাই বদলে যায়। দিনের শেষে জীবনটাকে অন্যরকম মনে হয়। জীবন সত্যিই অনিশ্চিত।
বিরাট আরও বলেন, অনেক সময় আমরা এটা ভেবেই চাপে পড়ে যাই যে, আগামীকাল কী হতে চলেছে। আমরা সত্যিই বাঁচতে ভুলে গিয়েছি, জীবনকে উপভোগ করতে ভুলে গিয়েছি। যে জীবনটা আমরা বাঁচছি, সেটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলে গিয়েছি।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ভারত আজ বুধবার শুরু করছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। রোহিত শর্মা চোট পেয়ে বাকি সফর থেকে ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। প্রতিপক্ষ নিউজিল্যান্ডও স্বস্তিতে নেই। চোটের জন্য ওয়ান ডে সিরিজের প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে প্রথম দু’টি ম্যাচে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম লাথাম।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        