বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদালকে এক হাত নিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবিদাল জানান, বার্সেলোনার প্রাক্তন কোচ আর্নেস্তো ভালভার্দের সময়ে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করতেন না।
মঙ্গলবার ৩২ বছর বয়সি মেসি আবিদালের সমালোচনা করে বলেন, ‘আপনি যখন খেলোয়াড়দের নিয়ে কথা বলছেন তখন আপনার নির্দিষ্ট করে তাদের নাম জানানো উচিত। হাওয়ায় একটা কথা ছড়িয়ে দিলাম তা তো হতে পারে না। আর এটা এমন অভিযোগ যেটা মোটেও সত্য নয়।’
ভালভার্দেকে জানুয়ারিতে বহিস্কার করে বার্সেলোনা। তার জায়গায় মেসিদের দায়িত্ব নিয়েছেন কিকে সেতিয়েন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আবিদাল বলেন,‘অনেক খেলোয়াড় আছে তারা যথেস্ট পরিমাণে পরিশ্রম করেনি ভালভার্দের সময়ে। পাশাপাশি দলে অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতি ছিল। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমি একটা বুঝতে পারছি সহজেই।’
এরপরই ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন,‘ আন্তরিকভাবে দুঃখিত, আমি এ বিষয়গুলো নিয়ে কখনো প্রকাশ্যে আসতে চাই না। তবে প্রত্যেককে নিজের দায়িত্ব এবং নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকা উচিত।’
‘মাঠে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ। আমরাও তা মেনে নিয়েছি যে আমরা খারাপ করেছি। খেলোয়াড় বিভাগের প্রধান হিসেবে তাকেও ব্যর্থতার ভাগ নিতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ