ইউনিসেফ-বিসিবি অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে প্রতিযোগীতার বরিশাল ভেন্যুর খেলা শুরু হয়েছে। বুধবার বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৩ দিনব্যাপী খেলার উদ্বোধন করেন বরিশালের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম।
এ সময় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে আজ বিকেএসপি বনাম ঢাকা বিভাগ উত্তর পরস্পরের মোকাবেলা করে। টসে জিতে ঢাকা বিভাগ উত্তর বিকেএসপি দলকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায়। প্রতিদিন ৯০ ওভারে করে খেলা চলবে দুই দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার