ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বলা হয়। যিনি ইতোমধ্যে ওয়ানডেতে প্রায় ১২ হাজারের মতো রান করেছেন।
বুধবার হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে তিনি ৫১ রান করেন, যা ওয়ানডেতে তার ১০১তম পঞ্চাশোর্ধ্ব রান। এই রান করার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে।
ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে গাঙ্গুলি করেছিলেন ৫০৮২ রান। আজ ৫১ রান করে তাকে ছাড়িয়ে কোহলির রান হয়েছে ৫১২৩। ভারতের অধিনায়কদের মধ্যে এই তালিকায় শীর্ষে আছেন মাহেন্দ্র সিং ধোনি। তিনি ৬৬৪১ রান করেছেন। দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ আজহারউদ্দিন (৫২৩৯)।
অধিনায়ক হিসেবে ধোনি ১৭২, আজহারউদ্দিন ১৬২ ও সৌরভ গাঙ্গুলি ১৪২ ইনিংস খেলে করেছিলেন রানগুলো। এ যাত্রায় কোহলি খেলেছেন মাত্র ৮৩ ইনিংস! তিনি যে অচিরেই সবাইকে পেছনে ফেলবেন সেটা অনুমেয়।
বিডি প্রতিদিন/কালাম