শেষ মুহূর্তের জোড়া গোলে এফএ কাপে টটেনহ্যামের যাত্রা অব্যাহত রাখলেন লুকাস মউরা ও সন হিউং মিন। না হলে একসময় চতুর্থ রাউন্ড থেকে বিদায় প্রায় নিশ্চিত দেখাচ্ছিল মোরিনহোদের।
ম্যাচ শেষ হতে যখন মাত্র ১২ মিনিট বাকি, তখনও পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে ছিল টটেনহ্যাম। সেখান থেক ঘুরে দাঁড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে সাউদাম্পটনকে ৩-২ গোলে পরাজিত করে টটেনহ্যাম এবং পঞ্চম রাউন্ডের টিকিট নিশ্চিত করে।
টটেনহ্যামের হয়ে লুকাস ও সন একটি করে গোল করেন। অপর গোলটি স্টিফেন্সের আত্মঘাতী। সাউদাম্পটনের হয়ে গোল করেন শেন লং ও ড্যানি ইংস।
ম্যাচের ১২ মিনিটের মাথায় স্টিফেন্সের আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় টটেনহ্যাম। ৩৪ মিনিটে লংয়ের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় সাউদাম্পটন। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। বিরতিতে ম্যাচের স্কোরলাইন ছিল ১-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দু’টি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে সাউদাম্পটন। ৭২ মিনিটে রেডমন্ডের পাস থেকে গোল করে সাউদাম্পটনকে ১-২ গোলে এগিয়ে দেন ইংস। ৭৮ মিনিটে ডেলে আলির পাস থেকে গোল করে টটেনহ্যামকে ২-২ গোলে সমতা এনে দেন লুকাস। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে মোরিনহোদের হয়ে জয়সূচক গোল করেন সন। ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন দাঁড়ায় ৩-২।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ