২০ জানুয়ারি, ২০২১ ১২:১৬

১০ বছর বয়সী সুমো কুস্তিগিরের ওজন ৮৫ কেজি!

অনলাইন ডেস্ক

১০ বছর বয়সী সুমো কুস্তিগিরের ওজন ৮৫ কেজি!

জাপানের সুমো কুস্তিগির কিয়োটা কুমাগাই। বয়স সবে ১০। ওজন ৮৫ কেজি ছাড়িয়ে আরও বাড়ার দিকে। তার বয়সী অন্য শিশুর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। আর এরই মধ্যে তার থেকে পাঁচ-ছয় বছরের বড় কুস্তিগিরদের হার মানতে হয়েছে তার কাছে।

গত বছর যুক্তরাজ্য ও ইউক্রেনের মতো দূর দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাইকে হারিয়ে অনূর্ধ্ব-১০ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কিয়োটা কুমাগাই।

বাবা তাইসুকে জানিয়েছেন, কিয়োটা নিরলস অনুশীলন করে। সপ্তাহে ছয় দিনই স্থানীয় সুমো ক্লাবে অথবা ভারোত্তলন করে। সুমো রেসলিংয়ের জন্য যে শারীরিক নমনীয়তা ও গতি প্রয়োজন, সেটির জন্য সে নিয়মিত সাঁতার কাটে, দৌড়ায় ও ব্যায়াম করে।

কিন্ডারগার্টেনে পড়ার সময়ই কিয়োটাকে তার বাবা তাইসুকে একটি টুর্নামেন্টে নিয়ে যান। এর পর থেকেই সুমোতে আগ্রহ জন্মে কিয়োটার। তার বাবা তাইসুকেও সুমো কুস্তিগির ছিলেন। কিন্তু তিনি তেমন সফল হতে পারেননি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর