অলিম্পিকের আগে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী। স্টেজ ৩ বিশ্বকাপের মঞ্চে তিনটি সোনা জেতার পর সোমবার ফের এক নম্বরে উঠে এসেছেন তিনি। ২০১২ সালের পর ফের শীর্ষস্থানে উঠলেন দীপিকা।
মেক্সিকোর বিরুদ্ধে অঙ্কিতা ভকত ও কোমলিকা বারিকে নিয়ে নারীদের রিকার্ভ আর্চারিতে সহজেই জয় পেয়ে যান তিনি। সোনা এনে দেন ভারতকে। এরপর তার স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিশ্র রিকার্ভ বিভাগে নেদারল্যান্ডসকে হারিয়ে সোনা জিতে নেন তারা।
তবে এবার পিছিয়ে থেকে জয় ছিনিয়ে আনেন ভারতীয় দম্পতি। একটা সময় ০-২ তে পিছিয়ে পড়লেও ৫-৩ এ জিতে সোনা পান তারা।
রবিবার নিজের তৃতীয় সোনা জিততেও সমস্যা হয়নি তার। রাশিয়ার এলিনা ওসিপোভাকে ৬-০ তে হারিয়ে দেন দীপিকা। ফলে চতুর্থ বার ব্যক্তিগত বিভাগে সোনা জিতে নেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে ৯টি সোনা, ১২টি রূপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছেন দীপিকা।
বিডি প্রতিদিন/এমআই