দুর্দান্ত সময় পার করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার আরও এক সুখবর এলো কিউই শিবিরে। সদ্য প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে বেশ কয়েকজন কিউই ক্রিকেটার উপরে উঠে এসেছেন। তবে সবচেয়ে বড় সুখবরটা পেয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।
বৃষ্টিভেজা ফাইনালে লো স্কোরিং ম্যাচ হলেও, ব্যাট হাতে সাবলীল ছিলেন উইলিয়ামসন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি খেলেছেন ৪৯ ও অপরাজিত ৫২ রানের ইনিংস। ফলে অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে হটিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে এখন ব্ল্যাক ক্যাপদের ক্যাপ্টেন। স্মিথের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছেন উইলিয়ামসন। এই দু’জন ছাড়াও শীর্ষ ৫-এ আছেন যথাক্রমে মার্নাস ল্যাবুশেইন, বিরাট কোহলি ও জো রুট।
নিউজিল্যান্ডের রস টেইলর, ডেভন কনওয়ে, কাইল জেমিয়েসন এবং ট্রেন্ট বোল্টও র্যাংকিংয়ে কয়েকধাপ এগিয়েছেন। ফাইনালে শেষ ইনিংসে ৪৭ রান নিয়ে অপরাজিত থাকা টেইলর ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। ১ম ইনিংসে ফিফটি হাঁকানো ওপেনার ডেভন কনওয়ে এগিয়েছেন ১৮ ধাপ। তিনি আছেন ৪২ নম্বরে।
বোলিং র্যাংকিংয়েও কিউই পেসারদের জয়জয়কার। ম্যাচে ৭ উইকেট শিকার করা তরুণ পেসার কাইল জেমিয়েসন উঠে এসেছেন তার ক্যারিয়ার সর্বোচ্চ ১৩ নম্বরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ