প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগারদের। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর সাকিব-মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রেগিস চাকাভা।
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। সেই জিম্বাবুয়ের বিপক্ষে শততম টি টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দলের ১৩ বারের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে টাইগাররাই। ৪ হারের বিপরীতে ৯ জয় বাংলাদেশের।
এই সিরিজে যদিও তামিম, মুশফিককে ছাড়াই লড়তে হবে মাহমুদউল্লাহদের। তারপরেও টি টোয়েন্টিতে নিজেদের ১০০তম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার ক্যাপ্টেন রিয়াদ।
বিডি প্রতিদিন/এমআই