অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দীর্ঘ দুই বছর পর দলে ডাক পেয়েছেন উসমান খাজা।
স্থানীয় সময় বুধবার সকালে এ দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এছাড়াও প্রথমবারের মতো দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার মিচেল সোয়েপসন। নাথান লায়নের ব্যাকআপ হিসেবে এই লেগ স্পিনারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা উসমান খাজা। ঘরোয়া ক্রিকেট তার সাম্প্রতিক ফর্মের কারণেই তাকে দলে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে খাজা ৬৭.৩৩ গড়ে রান করেছেন ৪০৪টি।
উসমান খাজার পাশাপাশি ডাক পেয়েছেন ঝাই রিচার্ডসনও। টুর্নামেন্টজুড়ে ১২.৫০ গড়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে মাইকেল নেসারকে।
আগামী মাসের ৮ তারিখ মাঠে গড়াবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। ব্রিসবেনে পর্দা উঠবে এবারের আসরের। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে।
একনজরে অস্ট্রেলিয়া টেস্ট দল
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন