ব্যাট হাতে ফের ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম মাতিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার সন্ধ্যায় যেন পুরনো দিন মনে করিয়ে দিলেন তিনি। বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গেল সৌরভকে। তবে দল হেরে গেল এক রানে।
টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল ৩৫ এবং জয়দেব শাহ ৪০ রান তোলেন। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে।
জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। প্রথম উইকেটেই উঠে যায় ৫০ রান। সিএবি সভাপতি ১৫ রান এবং বিজয় পাটিল ২১ রান করেন। কিন্তু দু’জনেই রান আউট হয়ে যাওয়ায় আচমকা চাপে পড়ে যায় সভাপতি একাদশ।
এরপরই দেবজিৎ সইকিয়া এবং সৌরভ জুটি বাঁধেন। অফ ড্রাইভ, কাট এবং ছক্কার সাহায্যে ৩৫ রান করেন সৌরভ। দেবজিৎ ১৫ রানে আউট হন। বল হাতে দুর্দান্ত খেললেন জয় শাহ। তিন উইকেট নিয়ে সভাপতি একাদশের মিডল অর্ডার কার্যত একার হাতে ধসিয়ে দেন।
৩৫ রানে যখন সৌরভ ফিরেন, তখনও জয়ের জন্য ২ ওভারে ১৪ রান বাকি। কিন্তু সঞ্জয় বর্মা (অপরাজিত ৮) এবং রিয়াজ রজাক (অপরাজিত ৫) মাত্র ১২ রান তোলেন। ১২৭ রানে থামে সভাপতি একাদশের ইনিংস।
বিডি প্রতিদিন/এমআই