ক্রাইস্টচার্চের সবুজ পিচে বল হাতে ব্যর্থতার পর ব্যাট হাতে আরও ব্যর্থ বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান অলআউট হওয়া বাংলাদেশকে ফলোঅন করিয়ে ফের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। সেখানেও ব্যর্থ টাইগাররা। লিটনের সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৭৮ রানে। ইনিংস ও ১১৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছেন টাইগাররা।
ম্যাচশেষে কথা বলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, এ ম্যাচে আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, দুর্বলতা কাটিয়েছি। ফলে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।
তিনি বলেন, আমরা প্রতিপক্ষকে ব্যাট এবং বল উভয় দিকে চাপ দিতে চেয়েছিলাম। যেটি আমরা পেরেছি। আমরা প্রথম ইনিংসে একটি বড় সংগ্রহ করেছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এ ম্যাচে আমাদের মতো করে খেলতে সক্ষম হয়েছি। প্রথম টেস্টে আমরা ভালো খেলতে পারিনি, ওই টেস্টে কৃতিত্ব বাংলাদেশের।
লাথাম আরও বলেন, আমাদের পেস বোলাররা ভালো বল করেছেন, ফলে আমরা সফল হয়েছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ