এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরপরই পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক একটি টুইট নিয়ে হইচই পড়ে যায়। সেই টুইটে স্পষ্ট করে না হলেও বাবর আজমকে নিয়ে সমালোচনার সুর ছিল। সেই থেকে ক্রিকেটপাড়ায় গুঞ্জন, সম্পর্ক ভালো যাচ্ছে না শোয়েব ও বাবরের।
সম্প্রতি এক সাক্ষাৎকার শোয়েব বলেছেন, আগে বাবর আজমের সঙ্গে আমার প্রচুর কথা হতো। কিন্তু অধিনায়ক হওয়ার পর আর তেমন কথা হয় না। কারণ, আমি মনে করি কেউ অধিনায়ক হয়ে গেলে তাকে খোলা মনে থাকার সুযোগ দেয়া উচিত। আমিও একসময় এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম। সে জন্য বাবরের ওপর কোনো চাপ তৈরি করিনি, কখনো করবও না।
এশিয়া কাপে পাকিস্তানের মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, মিডল অর্ডারে বিপর্যয় সামলাতে অভিজ্ঞ শোয়েব মালিককে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেয়া হবে। কিন্তু নির্বাচকরা ফিরেও তাকাননি। তাতে মালিকের অবশ্য কোনো আক্ষেপ নেই।
এ সম্পর্কে তিনি বলেন, আমার কাজ হল ক্রিকেট খেলা। যেখানেই সুযোগ পাব, খেলব। আমাকে দলে নেওয়া না নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্বাচকদের এবং টিম ম্যানেজমেন্টের কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যাপার। যেখানেই সুযোগ পাব, পারফরমেন্স করার চেষ্টা করব। কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি কারো বিরুদ্ধেও নই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ