ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আয়োজিত ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে’ চোখ ধাঁধানো বোলিং পারফর্ম্যান্স করলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার।
হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিলেন অর্জুন টেন্ডুলকর। শচীনপুত্র ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। কিন্তু তাতে যদিও দলের হার আটকাতে পারেননি তিনি।
প্রথমে ব্যাট করতে নামা হায়দরাবাদকে ধাক্কা দেন অর্জুন। মাত্র ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তন্ময় আগারওয়ালের দল। কিন্তু সেখান থেকে দলের স্কোর ১২৬ রানে পৌঁছে দেন তন্ময় এবং তিলক বর্মা। এরপর ডেথ ওভারে এসেও উইকেট পান অর্জুন। একই ওভারে রাহুল বুদ্ধি এবং রবি তেজাকে ফিরিয়ে দেন তিনি।
সেই রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই গোয়া অলআউট হয়ে যায় ১৪০ রানে। ৩৩ রান করেন আদিত্য কৌশিক। ব্যাট হাতে অর্জুন রান পাননি। মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি।
গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের। কিন্তু এই মৌসুমে গোয়ায় যোগ দেন শচীনপুত্র। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম