ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের করা একমাত্র গোলে আবারও ফরাসি লিগ ওয়ানের শীর্ষে ফিরল প্যারিস জায়ান্ট পিএসজি।
প্যারিসে নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইকে ১-০ গোলে হারিয়েছে নেইমাররা।
এই ম্যাচে চোট কাটিয়ে দলে ফেরেন লিওনেল মেসি। মার্সেইয়ের বিপক্ষে শুরু থেকেই একের পর এক আক্রমণে যায় পিএসজি। কিলিয়ান এমবাপে কয়েকবার গোল করার সুযোগ হারান।
তবে শেষ পর্যন্ত এমবাপ্পের পাস থেকেই অবশ্য ব্যবধান বাড়ানো একমাত্র গোলটি করেন নেইমার। তাতেই জয়ে ফেরে ক্রিস্তফ গালতিয়ের দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সঙ্গে দুইবার ১-১ ড্র করার মাঝে লিগ ওয়ানে গত রাউন্ডে রাঁসের মাঠে গোলশূন্য ড্রয় করেছিল তারা।
বিডি প্রতিদিন/নাজমুল