আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। তার করা প্রথম ওভারের পঞ্চম বলে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।
ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান অধিনায়ক বাবর আজম। আফগানিস্তানের হয়ে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ।
প্রথম চার বলে মাত্র ১ রান দেন আফ্রিদি। পঞ্চম বলে ইয়র্কারে গুরবাজের এলবিডব্লিউর ফাঁদে জড়ান। পাক পেসারের করা ইয়র্কার বলটি গুরবাজের বুটের ডগায় গিয়ে লাগে। আউট হয়েও মাঠ ছাড়ার মতো অবস্থায় ছিলেন না আফগান এই ওপেনার।
মাঠে ফিজিও এসে প্রথমিক শুশ্রুষা করেন আফ্রিদিকে। পরে সাজঘর থেকে ছুটে আসা সতীর্থর কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় গুরবাজকে। তাকে মাঠের বাইরে নিতে কোনো স্ট্রেচারেরও দেখা মেলেনি।
গুরবাজের চোট স্ক্যান করতে তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে স্টেডিয়ামে দেখা গেলেও মাঠে নামার পরিস্থিতিতে ছিলেন না। পায়ে গার্ড লাগানো ছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল