প্রতিপক্ষের রক্ষণে বারবার হানা দিয়ে দারউইন নুনেস জালের দেখা পেলেন মাত্র একবার। রবের্তো ফিরমিনো, মোহামেদ সালাহও যোগ দিলেন সুযোগ নষ্টের মিছিলে। পেনাল্টি সেভ করে নিজের কাজটুকু ঠিকঠাক করলেন আলিসন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির জয় পেল লিভারপুল।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে বুধবার (১৯ অক্টোবর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিভারপুল। টানা দুই জয় পাওয়া ইয়ুর্গেন ক্লপের দল ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। গোলের উদ্দেশ্যে ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ওয়েস্ট হ্যাম গোলরক্ষক লুকাস ফাবিয়ানস্কির কৃতিত্বও আছে যথেষ্ট; ম্যাচ জুড়ে বেশ কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি তিনি।
আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারানো লিভারপুল চতুর্দশ মিনিটে এগিয়ে যেতে পারত। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলি করেন নুনেস। ফাবিয়ানস্কি লাফিয়ে আঙুলের টোকায় বল ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ২২তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে কস্তাস সিমিকাসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন নুনেস। সামনে-পেছনে দুই ডিফেন্ডারের কেউই আটকাতে পারেননি উরুগুয়ের এই ফরোয়ার্ডকে।
পরের মিনিটেই নুনেসের আরেকটি শট ফেরান গোলরক্ষক। ৩৯তম মিনিটে আবারও গোলের আনন্দে ডানা মেলতে পারতেন তিনি। কিন্তু তার শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। ফিরতি শট যায় অনেক বাইরে দিয়ে।
প্রথমার্ধের শেষ দিকে আলিসনের দৃঢ়তায় বেঁচে যায় লিভারপুল। জ্যারন বোয়েনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকান এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। বোয়েনকে বক্সে গোমেজ ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।
প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ফিরমিনো দ্বিতীয়ার্ধে শাণাতে থাকেন আক্রমণ। ৬৪তম মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড আটকান গোলরক্ষক। সাত মিনিট পর তার আরেকটি প্রচেষ্টা হয় লক্ষ্যভ্রষ্ট। এর একটু পর নুনেসকে তুলে হার্ভি এলিয়টকে নামান ক্লপ।
৭৮তম মিনিটে ওয়েস্ট হ্যাম প্রায় আত্মঘাতী গোল হজম করতে বসেছিল। ডান দিক থেকে জর্ডান হেন্ডারসনের ক্রস আটকাতে পা বাড়িয়েছিলেন কুর্ট জুমা। ভাগ্য ভালো যে বল তার পায়ে লেগে ড্রপ খেয়ে অল্পের জন্য বাইরে দিয়ে যায়।
শেষ দিকে চাপ বাড়ালেও জালের দেখা আর পায়নি লিভারপুল। ম্যাচ জুড়েই আড়ালে থাকা সালাহ ৮৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েছিলেন, কিন্তু মিশরের ফরোয়ার্ড শট নেওয়ার আগে দ্রুত ছুটে এসে স্লাইডে ক্লিয়ার করেন ফাবিয়ানস্কি। তিন মিনিট পর জানলুকা স্কামাক্কার হেড বাইরে গেলে ম্যাচে ফেরার শেষ সুযোগটিও নষ্ট হয় ওয়েস্ট হ্যামের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ